-682d603c6c539.jpg)
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ করছেন তার অনুসারীরা। বুধবার (২১ মে) সকাল ১০টা থেকে তারা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন।
বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। এ ছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি-সমর্থিত সাবেক কাউন্সিলররাও কর্মসূচিতে যুক্ত হন।
আন্দোলন শুরুর পর থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়েছে নগর ভবনের সব লিফট ও কক্ষ। ফলে সবধরনের নাগরিক সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
সেবাগ্রহীতারা নগর ভবনে এসে ফিরে যাচ্ছেন। গুলিস্তান, ফুলবাড়িয়া, বঙ্গমার্কেট এলাকায় অফিসগামী গাড়ি আটকে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, সিএনজি-রিকশাচালক ও পথচারীরা।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।
গেল ২৭ মার্চ আদালত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।
এরপর, গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
- এসআইবি/এটিআর