ঈদের দিন রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৩:২৩
-(3)-6843e8d95ca0d.jpg)
ছবি : সংগৃহীত
ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় বৃষ্টি নেমেছে। শনিবার (৭ জুন) সকাল থেকে রাজধানীর কয়েকটি এলাকায় আকাশে কালো মেঘ জমে। দুপুর সোয়া ১২টায় রাজধানীর তেজগাঁও ফার্মগেটসহ সংলগ্ন এলাকায় বৃষ্টি নামে। কোথাও বৃষ্টির গতি ছিল বেশ প্রবল। এর আগে পৌনে ১২টা নাগাদ রাজধানীর বারিধারা ও বাড্ডা এলাকায়ও বৃষ্টি নামে। সব এলাকায় বৃষ্টির সঙ্গে ছিল বাতাসও।
সকাল থেকে ঢাকার আবহাওয়ায় ভ্যাপসা গরম ছিল। এর মধ্যেই চলেছে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি। বেলা বাড়তেই আকাশে কালো মেঘ জমে।
ঈদের ছুটিতে ফাঁকা সড়কে নগরবাসীদের চলাফেরা করতে দেখা গেছে। শিশু-কিশোর ও তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষই রাস্তায় ঘোরাফেরা করছেন ও স্বজনদের বাড়িতে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকে। তবে বৃষ্টির কারণে কোথাও কোথাও কিছুটা ছন্দপতন ঘটে ঈদ আনন্দে।
শুক্রবার (৬ জুন) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছিল যে দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।
এমআই
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন