Logo

রাজধানী

মগবাজারে প্রবাসী পরিবার হত্যায় মামলা, গ্রেপ্তার ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৭:২২

মগবাজারে প্রবাসী পরিবার হত্যায় মামলা, গ্রেপ্তার ১

ঢাকার মগবাজারের আবাসিক হোটেল সুইট স্লিপ থেকে সৌদি প্রবাসী মনির হোসেন (৪৮) ও ও তার স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় নিহতের এক আত্মীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ জুলাই) রমনা থানায় নিহত মনির হোসেনের ভাই নুরুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মনিরের চাচাতো চাচা রফিকুল ইসলামকে আসামি করা হয়। 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মামলার পর রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত রোববার (২৯ জুন) মগবাজারের ‘সুইট স্লিপ’ নামে একটি আবাসিক হোটেল থেকে সৌদি প্রবাসী মনির হোসেন (৪৮), তার স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না (৩৮) ও তাদের ছেলে আরাফাত (১৮)-কে অচেতন অবস্থায় উদ্ধার করে আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দেহলা গ্রামে। 

সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর কারণ হতে পারে খাদ্যে বিষক্রিয়া। তবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মামলার এজাহারে বলা হয়, প্রবাসে থাকা অবস্থায় মনির হোসেন জমি কেনাবেচা ও দেখভালের দায়িত্ব দেন চাচাতো চাচা রফিকুল ইসলামের ওপর। দেশে ফেরার পর এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর ঢাকায় এসে চিকিৎসার উদ্দেশ্যে হোটেলে অবস্থানকালে রফিকুল খাবার কিনে তাদের কক্ষে দিয়ে যান। রাতে তারা সেই খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।

নিহতের ভাইয়ের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তাদের খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।

তাদের ময়নাতদন্ত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের চিকিৎসক জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য মহাখালী রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর