Logo

রাজধানী

যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দম্পতি গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ২১:২০

যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দম্পতি গ্রেপ্তার

প্রতীকী ছবি। গ্রাফিক্স : বাংলাদেশের খবর

মুন্সিগঞ্জের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক দম্পতিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- বেলায়েত হোসেন ও তার স্ত্রী রেশা বেগম। 

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

এএসআই পলাশ বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার একটি হত্যা মামলায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালতের জারি করা পরোয়ানা অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

তবে মামলার বিবরণ বা ঘটনার পেছনের বিস্তারিত বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। তিনি জানান, ‘এই বিষয়ে মামলা সংশ্লিষ্ট থানা বিস্তারিত জানাতে পারবে।’

তাদেরকে মুন্সিগঞ্জে স্থানান্তরের বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর