
ছবি : সংগৃহীত
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় ব্যারিকেড দিয়ে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ সৌদি রিয়াল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ ও ডিবি। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই লাখ ৬৯ হাজার রিয়াল।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা সড়কে ড্রাগ ইন্টারন্যাশনাল অ্যাসেনশিয়ালের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বুধবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।
তিনি জানান, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী খান্ডু মিয়ার কর্মচারী তুহিন প্রাইভেটকারে করে পাঁচ লাখ রিয়াল নিয়ে মহাখালীর দিকে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে রিয়াল ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই তেজগাঁও থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) যৌথ অভিযান শুরু করে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এখন পর্যন্ত ছয়জনকে হেফাজতে নিয়েছি এবং ২ লাখ ৬৯ হাজার রিয়াল উদ্ধার করেছি। বাকি রিয়াল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই পুরো চক্রটি ধরা পড়বে বলে আশা করছি।
ওসি আসলাম জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বাকি আসামিদের অবস্থান ও ছিনতাই হওয়া রিয়ালের বাকি অংশ উদ্ধারে চেষ্টা চলছে।
এনএমএম/এমবি