
সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
ডিবির এক কর্মকর্তা জানান, সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলাটি অন্যতম।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে দুর্জয়ের মালিকানাধীন রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই আদেশে দুর্জয়ের নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দ করা হয়।
এনএমএম/এমবি