Logo

রাজধানী

গ্রিন রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১১:৫৫

গ্রিন রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে গ্রিন রোড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক হোসেন।

আহতের ভাই (ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) জুয়েল ত্রিপুরা জানান, রিনা মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। তবে আইসিটি বিষয়ে ফেল করায় আগামী ৭ জুলাই শুধু আইসিটি বিষয়ের পুনরায় পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। সে উদ্দেশ্যেই বুধবার রাতে বান্দরবানের থানচি উপজেলার নিজ গ্রাম বিদ্যামনি পাড়া থেকে ঢাকায় আসে রিনা। কিন্তু কলাবাগান এলাকায় বাস থেকে নেমে রিকশাযোগে গ্রিন রোডে কলেজের ছাত্রাবাসে ফেরার সময়ই তার ওপর হামলার ঘটনা ঘটে। 

জুয়েল জানান, ছাত্রাবাসের সামনেই রিকশা থামিয়ে কয়েকজন ছিনতাইকারী তার বোনকে ছুরিকাঘাত করে এবং মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রিনা বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, ঘটনাটি কোন থানার আওতায় ঘটেছে, তা নির্ধারণের চেষ্টা চলছে। পাশাপাশি আমরা আহত শিক্ষার্থীর অবস্থারও খোঁজ নিচ্ছি।

  • এনএমএম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছিনতাই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর