Logo

রাজধানী

জাকারিয়া হোটেলে হামলা : অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:৪৬

জাকারিয়া হোটেলে হামলা : অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান

হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা চালাচ্ছে একদল ব্যক্তি | ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর বনানীতে জাকারিয়া হোটেলে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে। ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার সাংবাদিকদের বলেন, জাকারিয়া হোটেলের ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এদিকে অভিযুক্ত মনির হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার অপকর্মের দায় দল নেবে না। একইসঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনও প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গত মঙ্গলবার (১ জুলাই) রাতে শাড়ি পরা এক নারী জাকারিয়া হোটেলের সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নামছেন। হঠাৎ এক ব্যক্তি তার পথরোধ করে আঘাত করলে তিনি পড়ে যান। এরপর পেছন থেকে আরেক নারী নামার চেষ্টা করলে তাকেও কয়েকজন ধাওয়া করে ধরে ফেলে দেয়। মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে ঘিরে ধরে একদল যুবক আক্রমণ চালায়। তারা নারীদের চুলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং অশ্লীল ভাষা ব্যবহার করেন। ভিডিওতে ৮ থেকে ১০ জন হামলাকারীকে অংশ নিতে দেখা গেছে।

এই ঘটনার পর স্থানীয়রা নারী নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে এক মানবাধিকার সংগঠনের মুখপাত্র বলেন, রাজনীতির নামে নারীদের ওপর এমন বর্বরতা চরম উদ্বেগজনক। দ্রুততম সময়ে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তদন্ত ও অভিযান জোরদার করা হয়েছে। আটক করা না গেলেও কয়েকটি সম্ভাব্য স্থানে তল্লাশি চালানো হয়েছে।

  • এনএমএম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর ডিএমপি বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর