Logo

রাজধানী

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’, যান চলাচলে অচলাবস্থা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৮:২৩

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’, যান চলাচলে অচলাবস্থা

ছবি : প্রতিবেদক

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন।

‘ছাত্র সমাবেশ’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচির শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে সড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে।

আন্দোলনকারীরা ‘পিএসসির কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’—এমন নানা স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ৪৪তম, ৪৫তম এবং ৪৬তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন-ফাঁসের অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা এসব বিসিএস পরীক্ষার ফলাফলের পূর্ণাঙ্গ স্বচ্ছতা চেয়ে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার নম্বর প্রকাশের দাবি জানান।

আন্দোলনকারীদের একজন, বুয়েটের সাবেক শিক্ষার্থী সালেহিন বলেন, পিএসসির দুর্নীতি ও অস্বচ্ছতা দীর্ঘদিন ধরেই আমরা দেখছি। আজকের কর্মসূচি তারই ধারাবাহিক প্রতিবাদ। পিএসসির কাঠামোগত সংস্কার ছাড়া আমরা পেছাতে রাজি নই।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চলমান ছিল এবং আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পিএসসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর