Logo

রাজধানী

রাজধানী থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৫৪

রাজধানী থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ

জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) দুপুরে নামাজ পড়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মুশফিকুর রহমানের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার পর পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে নামাজের উদ্দেশে বের হন মুশফিকুর রহমান। তিনি সঙ্গে মোবাইল ফোনও নেননি। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ওসি সাজ্জাদ হোসেন জানান, ‘আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি। দেখা গেছে, তিনি বাসার পাশের মসজিদেও যাননি। বিষয়টি আমাদের জন্যও অস্বাভাবিক। আমরা তার অবস্থান শনাক্তে কাজ করছি।’

নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগে রয়েছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন তারা।

পুলিশ বলছে, এখন পর্যন্ত অপহরণ বা স্বেচ্ছায় গা-ঢাকা দেওয়ার কোনো সম্ভাব্য ইঙ্গিত মেলেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে কেউ যদি কোনো তথ্য পেয়ে থাকেন, তাদেরকে খিলক্ষেত থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিখোঁজ সংবাদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর