-686a3de20c761.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে গভীর শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে শুরু হওয়া এই মিছিল ধানমন্ডি লেকের পাড়ে গিয়ে শেষ হয়।
মিছিলটি বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সায়েন্সল্যাব মোড় অতিক্রম করে ধানমন্ডি পৌঁছায়। শোকাভিভূত অংশগ্রহণকারীরা কালো পোশাকে, হাতে প্রতীকী নিশান, আলম, দুলদুল ঘোড়া, ছুরি ও বর্শার প্রতিকৃতি নিয়ে মিছিলে অংশ নেন। তরুণদের অনেককে ‘হায় হোসাইন’ ধ্বনিতে শোক ও আত্মত্যাগের বার্তা ছড়িয়ে দিতে দেখা যায়।
হোসেনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য মীর জুলফিকার আলী বলেন, ‘শত বছরের ঐতিহ্য বহন করে এই শোকযাত্রা। কারবালার শিক্ষাই আমাদের এই আয়োজনের মূল প্রেরণা—ন্যায়ের পথে দৃঢ় থাকা ও অন্যায়ের প্রতিবাদ করা।’
মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো রুটজুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয়েছিল, মিছিল চলাকালে কোনো ধরনের ধারালো অস্ত্র, আতশবাজি বা পটকা বহন সম্পূর্ণ নিষিদ্ধ। ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারা অনুসারে এই নির্দেশনা জারি করা হয়।
উল্লেখ্য, হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) পরিবার-পরিজনসহ শহীদ হন। সেই শোকগাথা স্মরণে শিয়া সম্প্রদায় প্রতি বছর এই দিনে তাজিয়া মিছিলের আয়োজন করে।
এএইচএস