ভাটারায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:৪২

রাজধানীর ভাটারা থানার খিলবাড়ির টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রোববার (৬ জুলাই) সকালে খিলবাড়ির টেকের ৬২০ নম্বর বাসার চারতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ড্রয়িংরুমের ফ্লোরে নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তদন্তে জানা যায়, গত ৪ জুন রাত ৯টার দিকে এক তরুণ-তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসাটি ভাড়া নেন। বাসার মালিক জানান, ৫ জুলাই সকালে তিনি ফ্ল্যাটটির দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
এসআই সাজ্জাদ বলেন, আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। ঘাতককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এনএমএম/এমবি