মিরপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ৪

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:১৯

রাজধানীর মিরপুরে একটি বাড়িতে ঢুকে বাসিন্দাদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে চাঁদা দাবির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী। অভিযুক্তদের বিরুদ্ধে বাসিন্দাদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
সোমবার (৭ জুলাই) রাতে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত রোববার (৬ জুলাই) রাতে মিরপুর পশ্চিম মনিপুর এলাকার ‘প্রতীক ভিলা’ নামের একটি বাড়িতে ৮ থেকে ১০ জনের একটি দল হামলা চালায়। তারা বাসায় ঢুকে ভেতরে থাকা লোকজনকে জিম্মি করে এবং ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
পরে বাসিন্দারা নিরাপত্তার স্বার্থে বিভিন্ন মাধ্যমে পাঁচ লাখ টাকা পরিশোধ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই রাতেই সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চাঁদার ১৬ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মিরপুর বিভাগের ডিসি তালেবুর রহমান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতকদের ধরতে অভিযান চলছে।’
- এনএমএম/এটিআর