
রাজধানীর শ্যামপুরে সরকারবিরোধী মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে শ্যামপুর থানাধীন জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলেন, মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)।
শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, সোমবার ফজরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রায় ২৫-৩০ জন সদস্য ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপরে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। বিষয়টি রাত্রিকালীন টহলরত হোন্ডা মোবাইল টিম ও স্পেশাল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া বাকি পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে শ্যামপুর থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
- এনএমএম/এটিআর