যাত্রাবাড়ীতে বাসায় দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্তাকে পিটিয়ে হত্যা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:২৮

প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে ভয়াবহ ডাকাতির ঘটনায় ইসমাইল হোসেন (৮০) নামের এক বৃদ্ধ গৃহকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার স্ত্রী সালেহা বেগম (৭৫) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর বিবিরবাগিচা গলির ৭৬/২/ই নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় বাস করতেন ইসমাইল হোসেন ও তার স্ত্রী সালেহা বেগম। মঙ্গলবার ভোররাতে দুর্বৃত্তরা হঠাৎ বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে এলোপাতাড়ি মারধর ও লুটপাট চালায়। এ সময় বাধা দেওয়ায় ইসমাইল হোসেনকে বেধড়ক পেটানো হয় এবং তার স্ত্রীর ডান পায়ে কুপিয়ে জখম করা হয়।
নিহতের মেয়ে সালমা জানান, বাবা-মা কান্নাকাটি করে ডাকাতদের থামতে অনুরোধ করছিলেন, কিন্তু তারা এক মুহূর্তও দয়া করেনি। ঘরের মালামাল লুটের পাশাপাশি বাবা-মায়ের ওপর নির্মমভাবে নির্যাতন চালায়। পরবর্তীতে সকাল সাড়ে ৬টার দিকে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বাংলাদেশের খবরকে জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত সালেহা বেগম হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি, তবে তদন্ত চলছে।
- এনএমএম/এটিআর