Logo

রাজধানী

রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা, আটক ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২১:০৩

রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা, আটক ১

ছবি : সংগৃহীত

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ (৩৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী খুন হয়েছেন। পুলিশের ধারণা পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে তাকে। 

বুধবার (৯ জুলাই) বিকেলে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে।

নিহত সোহাগ ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বসবাস করতেন এবং পেশায় তিনি ভাঙরি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যার মোটিভ ও জড়িতদের সঠিক পরিচয় জানতে তদন্ত চলছে।

এমএনএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর