কয়েল জ্বালাতেই বিস্ফোরণ, রাজধানীতে নারী-শিশুসহ দগ্ধ ৩

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:২৩

রাজধানীতে বাসায় কয়েল ধরাতে গিয়ে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক সড়ক এলাকার ৩১/১ নম্বর ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও মেয়ে রাফিয়া (সাড়ে ৩ বছর)। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাত দুইটার দিকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ একই পরিবারের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির শরীরের ৪৫ শতাংশ ও শিশু রাফিয়ার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
আহতদের প্রতিবেশী তাসলিমা মনি জানান, রাতে মশার কয়েল ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণে তারা তিনজন দগ্ধ হয়। পরে আমরা তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস লাইনের কোথাও লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।