Logo

রাজধানী

অনলাইন লাইভ ক্লাসে অশ্লীলতা, ৪ জনের বিরুদ্ধে আইনি নোটিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৪:৩৮

অনলাইন লাইভ ক্লাসে অশ্লীলতা, ৪ জনের বিরুদ্ধে আইনি নোটিশ

ছবি : সংগৃহীত

অনলাইন লাইভ ক্লাসে অশ্লীলতার ঘটনায় চারজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বৃহস্পতিবার (১০ জুলাই) এ নোটিশ পাঠানো হয়। বিষয়টি নিয়ে আইনিভাবে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এর আগে, গত ৮ জুলাই রাত ১২টার দিকে রাজধানীর অন্বেষণ কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাস চলাকালে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর আচরণের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ক্লাস চলাকালে এক নারী ও এক পুরুষ শিক্ষক চুম্বনের মতো দৃশ্যে জড়ান, যা দেখে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।

ঘটনার পর, আশরাফ বিজয় নামের এক অভিভাবক রাজধানীর ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, “এ ধরনের আচরণ শুধু ছাত্রছাত্রীদের মনোজগতে নেতিবাচক প্রভাব ফেলছে না, বরং শিক্ষক সমাজের পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করছে। ভিডিওটি আমার কাছে সংরক্ষিত রয়েছে এবং এটি অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চারজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে তাদের আচরণকে “অপেশাদার, অসামাজিক ও শিক্ষাক্ষেত্রে অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করা হয়েছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপরাধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর