Logo

রাজধানী

চেয়ারম্যান

অবসরপ্রাপ্তদের জন্য সবসময় বিআরটিসি’র দরজা খোলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:৩৬

অবসরপ্রাপ্তদের জন্য সবসময় বিআরটিসি’র দরজা খোলা

ছবি : প্রতিবেদক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেছেন, “অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিআরটিসি’র দরজা সবসময় খোলা। তারা কোনো প্রয়োজনে ডিপো বা প্রধান কার্যালয়ে এলে তাদের হয়রানি করা যাবে না। বরং, তাদের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।”

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর পরিবহন ভবনে বিআরটিসি প্রধান কার্যালয়ে আয়োজিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সিপিএফ, গ্র্যাচুইটি এবং ছুটি নগদায়নের অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

চেয়ারম্যান আরও বলেন, “আপনারা বিআরটিসি পরিবারের সদস্য। আপনাদের অবদানের কারণেই আজকের এই প্রতিষ্ঠান। আপনারা আমাদের গর্ব, আপনাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে ৩২২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর মাঝে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ২৩২ টাকা সরাসরি তাদের একাউন্টে হস্তান্তর করা হয়। এর মধ্যে— সিপিএফ বাবদ ৬১ জন কর্মচারী (সম্পূর্ণ ১৮ জন, আংশিক ৪৩ জন) পেয়েছেন প্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার টাকা।

ছুটি নগদায়ন বাবদ ১৬ জন কর্মচারী (সম্পূর্ণ ১ জন, আংশিক ১৫ জন) পেয়েছেন ৭ লাখ ৯৭ হাজার টাকা।

গ্র্যাচুইটি বাবদ ২৪৫ জন কর্মচারী পেয়েছেন ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কর্পোরেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ড. অনুপম সাহা, প্রশাসন ও অপারেশন বিভাগের পরিচালক মো. রাহেনুল ইসলাম, কারিগরি বিভাগের পরিচালক কর্নেল কাজী আইয়ুব আলী, বিভিন্ন বিভাগের জিএম, ঢাকাস্থ ডিপো ম্যানেজার ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর