গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্ত্রীর পর স্বামীও মারা গেলেন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২০:৩০

ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া স্বামী-স্ত্রী দুজনই মারা গেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান রিপন (৪০)।
এর আগে বৃহস্পতিবার বেলা ১টার দিকে মারা যান তার স্ত্রী ইতি (৩০)। এ ঘটনায় দম্পতির তিন বছরের শিশু কন্যা রাফিয়া ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় এখনও হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “রিপনের শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও পুড়ে গিয়েছিল।”
তারও আগে বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে শহীদ ফারুক সড়কের খাদিমুল কুরআন মহিলা মাদরাসা গলির একটি ৬ তলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণ ঘটে। এতে ওই পরিবারের সবাই দগ্ধ হন।
প্রতিবেশী তাসলিমা মনি জানান, বুধবার গভীর রাতে হঠাৎ বিকট শব্দে জেগে ওঠেন তারা। এরপর পাশের ফ্ল্যাট থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন, আগুনে ঝলসে গেছেন ইতি, রিপন ও শিশু রাফিয়া। দরজা-জানালাও বিস্ফোরণে উড়ে গেছে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তাসলিমা ধারণা করছেন, বাসায় গ্যাস লিক করে জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও দমকল বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় গ্যাস জমে থেকে একটি স্পার্ক থেকেই ভয়াবহ এই বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এনএমএম/এএ