জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন প্রত্যাখ্যান করে হেফাজতের বিক্ষোভ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৭:৪৪
-6870f92299aa4.jpg)
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন প্রত্যাখ্যান করে হেফাজতের বিক্ষোভ। ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দলটির যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্ডা ও ইতিহাস আমরা জানি। তাদের মানবাধিকার বাংলাদেশে মানুষ বিশ্বাস করে না। তাই বাংলাদেশে তাদের ডেকে আনার সিদ্ধান্ত আত্মঘাতী। জনগণ তা মেনে নেবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ইসলামপন্থিরা এখন পর্যন্ত আপনাদের সহযোগিতা করছে। তাই আপনারা হাজারো শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।
মামুনুল হক আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় দেশে গুম, খুন ও ধর্ষণের মতো অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও জাতিসংঘের মানবাধিকার কমিশনকে পাশে পাইনি। বাংলাদেশে কাদিয়ানী মতবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা তিন দিনের মেহমান। নির্বাচন ও সংস্কার করে বিদায় নিন। খুনিদের বিচার করুন। এর বাইরে কিছু করতে যাবেন না। নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।
হেফাজতের নায়েবে আমির মুফতি আব্দুর রব ইউসুফী বলেন, বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি। অথচ তারা সুযোগের অপব্যবহার করছে। ২০ টাকার নোট থেকে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি দিয়েছে। দেশে মানবাধিকার কার্যালয় করার ম্যান্ডেট এ সরকারকে দেওয়া হয়নি।
তিনি প্রয়োজনে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও এবং ঢাকা ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়।
এসআইবি/এমবি