Logo

রাজধানী

থানা হেফাজতে নারীর বিষপান, ৩ পুলিশ সদস্য বরখাস্ত

Icon

বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৮:১০

থানা হেফাজতে নারীর বিষপান, ৩ পুলিশ সদস্য বরখাস্ত

রাজধানীর ভাটারা থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিষপান করা এক নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারীর নাম শারমিন আক্তার (৩৫)। তিনি একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়ে ভাটারা থানার হেফাজতে ছিলেন। গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরুতে পুলিশ সদস্যরা বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, থানার হাজতখানায় নজরদারিতে ঘাটতি ছিল। দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের তদারকির অভাবেই শারমিনের কাছে বিষ জাতীয় কিছু রাখা সম্ভব হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্য—একজন এসআই ও দুইজন কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করেন। পাশাপাশি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম বলেন, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। কীভাবে বিষ থানার ভেতরে পৌঁছাল, তা বের করা হবে। কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শারমিন আক্তারের পরিবার জানিয়েছে, তার বিরুদ্ধে প্রতারণার মামলাটি মীমাংসাধীন ছিল। পুলিশ তাকে অন্যায়ভাবে হয়রানি করছিল। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত শারমিন আক্তারের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর