মিটফোর্ডে সোহাগ হত্যা
এজাহারভুক্ত আসামি টিটন গাজী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১১:২৭

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নৃশংসভাবে খুন হওয়া ভাঙরি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. টিটন গাজী।
শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে এজাহারভুক্ত আসামি করা হয়। ওই তালিকায় মো. টিটন গাজী অন্যতম।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন শিকদার জানান, “সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি মো. টিটন গাজীকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনে কারা কারা জড়িত এবং কার নির্দেশে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তা বের করার চেষ্টা চলছে।”
প্রসঙ্গত, গত ৯ জুলাই দুপুরে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় সোহাগকে। হত্যার পর তার নিথর দেহ টেনে-হিঁচড়ে সড়কে এনে প্রকাশ্যে উল্লাসে মেতে ওঠে হামলাকারীরা। সিসিটিভি ও ভিডিও ফুটেজে ধরা পড়ে নির্মম এ দৃশ্য। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেশজুড়ে।
এনএমএম/এএ