Logo

রাজধানী

পরকীয়া প্রেমিকার সঙ্গে নেপাল যাত্রা ঠেকাতেই বোমা আতঙ্ক ছড়ালেন মা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:৪০

পরকীয়া প্রেমিকার সঙ্গে নেপাল যাত্রা ঠেকাতেই বোমা আতঙ্ক ছড়ালেন মা

ছবি : সংগৃহীত

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৩-এ বোমা রয়েছে—এমন ভুয়া ফোনকলের জেরে তিন ঘণ্টা ধরে চলে চরম উত্তেজনা ও তল্লাশি। তবে শেষ পর্যন্ত বিমানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান জানান, পারিবারিক বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে। ফ্লাইটের এক যাত্রী তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তির মা ছেলেকে আটকাতে বিমানবন্দরে বোমা থাকার ভুয়া তথ্য দেন।

র‌্যাব ডিজি বলেন, “পরকীয়া সম্পর্কের বিষয়টি নিয়ে পরিবারে উত্তেজনা চলছিল। পরে মা এক বন্ধুর কাছ থেকে ফ্লাইটের তথ্য জেনে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে জানান, ওই ফ্লাইটে বোমা আছে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টরা তৎপর হয়ে বিজি-৩৭৩ ফ্লাইটে ব্যাপক তল্লাশি চালায়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে তল্লাশি, যাত্রীদের নামানো হয়। তবে শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।”

এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। র‌্যাব জানায়, ফোনকলে ব্যবহৃত নম্বরটি ট্র্যাক করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলছে, এটি নিছক পারিবারিক বিরোধ থেকে সৃষ্ট ঘটনা হলেও এমন ভুয়া তথ্য দেওয়াকে জাতীয় নিরাপত্তা ও যাত্রীদের জীবনের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হিসেবে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল বিমানবন্দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর