চাঁদাবাজ-দলবাজদের বিরুদ্ধে মাঠে পুলিশ, দেশজুড়ে হচ্ছে তালিকা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৫:০৫

ছবি : সংগৃহীত
চাঁদাবাজি, দখলদারিত্ব ও নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে পুলিশ—এমনটাই জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।
শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শনে এসে একথা বলেন আইজিপি।
তিনি বলেন, সারা দেশে, বিশেষ করে রাজধানী ঢাকায় যারা আধিপত্য কায়েম করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালায়—তাদের চিহ্নিত করার কাজ চলছে।
আইজিপি জানান, এসব অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ঘটে যাওয়া গণ-আন্দোলনের প্রভাব প্রসঙ্গে আইজিপি বলেন, ঘটনার পর বাহিনীর মনোবলে কিছুটা প্রভাব পড়েছে। তবে আমরা চেষ্টা করছি পরিস্থিতি সামাল দিতে এবং পুরোদমে কাজ চালিয়ে যেতে।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিচার ব্যবস্থার ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তার ভাষায়, অপরাধীকে গ্রেফতার করাই পুলিশের দায়িত্ব, শাস্তি নিশ্চিত করা আইন মন্ত্রণালয়ের কাজ।
তিনি আরও যোগ করেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। দায়িত্ব পালনে তারা পিছিয়ে নেই।
পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, বড় শহরগুলো ছাড়াও উপজেলাভিত্তিকভাবে চাঁদাবাজ ও অপরাধ-চক্রের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএমএম/এএ