সোহাগ হত্যার পর বদলে গেল রাজধানীর জনতা
ওয়ারীতে কিশোরকে পেটানোর চেষ্টা প্রতিহত

বাংলাদেশ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:৪১

সোহাগ হত্যার পর বদলে গেল রাজধানীর জনতা : ওয়ারীতে কিশোরকে পেটানোর চেষ্টা প্রতিহত, আটক ২। ছবি : সংগৃহীত
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ভিডিও যখন দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে, তখন তার রেশ কাটতে না কাটতেই রাজধানীর ওয়ারীতে ঘটল আরেকটি হামলার ঘটনা।
তবে এবার আর নীরব থাকেনি মানুষ—সচেতন জনতা ও দায়িত্বশীল এক ট্রাফিক সার্জেন্ট মিলে একটি প্রাণনাশের চেষ্টা প্রতিহত করেছেন।
রোববার (১৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ওয়ারীর হাটখোলা রোডের ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে ১৭ বছর বয়সী কিশোর সৈয়দ রেদোয়ান মাওলানার ওপর হামলা চালায় ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে রেদোয়ানকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করতে থাকে। এরপর যখন তারা ইট দিয়ে মারার চেষ্টা করে, তখন আশপাশের অন্তত ৫০-৬০ জন সাধারণ মানুষ ও দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের বাধা দেন।
এ সময় স্থানীয়রা দুই হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটক দুজন হলেন- আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুল (১৯)। তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে স্থানীয়দের মুখে ক্ষোভের বিস্ফোরণ দেখা গেছে। ভিডিওতে একজন ক্ষুব্ধ ব্যক্তি আটক যুবকদের উদ্দেশে বলেন, ‘তোদের মতো লোকদের কারণেই দেশটা শেষ হয়ে যাচ্ছে। তোদের আর ছাড় নেই।’
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া খান জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তারা নিজেদের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে এবং যাত্রাবাড়ী এলাকায় বসবাস করেন বলেও দাবি করেছে।
এ বিষয়ে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ বলেন, ‘আহত রেদোয়ানও একজন শিক্ষার্থী। তাদের মধ্যে পূর্বপরিচয় বা শত্রুতা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা হলো—এবার মানুষ নীরব থাকেনি। জনতা ও পুলিশ মিলে প্রতিরোধ গড়েছে।’
এনএমএম/এমবি