ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:৫৬

ছবি : প্রতিবেদক
ডেমরা পুলিশ লাইনস স্কুলের নির্মাণকাজের শুভ সূচনা হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় ডিএমপি কমিশনার নির্মাণাধীন স্কুলটির টেকসই অবকাঠামো, গুণগতমান ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
ডিএমপি কমিশনার বলেন, “ডেমরা পুলিশ লাইনস স্কুল শুধু পুলিশ সদস্যদের সন্তানদের জন্য নয়, এলাকার সাধারণ মানুষের জন্যও একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। নির্মাণকাজে কোনোপ্রকার ছাড় দেওয়া হবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) খন্দকার ফরিদুল ইসলামসহ ডিএমপির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
এনএমএম/এএ