শ্যামলীতে চাপাতি দেখিয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৮:১৯
-6875bad54dbc2.jpg)
রাজধানীর শ্যামলীতে চলন্ত মোটরসাইকেলে এসে এক পথচারীকে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কবির (৩০)। অভিযানে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক। তিনি বলেন, ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে কবিরকে গ্রেপ্তার করা হয়। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, গত শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা (৩০) তখন কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ছাতা হাতে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ পেছন থেকে মোটরসাইকেলে করে আসা তিনজন তার গতিরোধ করেন। এদের দুজনের হাতে চাপাতি ছিল। তারা মোবাইল ফোন, মানিব্যাগ, ক্রেডিট কার্ড, এমনকি জামা ও জুতাও নিয়ে যায়।
ভুক্তভোগী শিমিয়ন ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং শ্যামলীতেই বসবাস করেন। ঘটনার পর তিনি শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলাটি তদন্তে নেয় পুলিশ।
ওসি বলেন, ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন, তাদের শনাক্ত করা হয়েছে। আমরা দ্রুত তাদেরও আইনের আওতায় আনতে কাজ করছি।
- এনএম/এটিআর