Logo

রাজধানী

রাজধানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:৫৯

রাজধানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

রাজধানীর বনানীর ক্যান্সার হাসপাতালের পেছনে ৯ বছর বয়সী এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৪ জুলাই) রাতে অসুস্থ অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওসিসিতে ভর্তি করান চিকিৎসক।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে গত রাতে বনানী ক্যান্সার হাসপাতালের পেছন থেকে ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই শিশু ফুটপাতেই থাকত। গত রাতে কে বা কারা ওই শিশুকে বনানী ক্যান্সার হাসপাতালের পেছনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর