Logo

রাজধানী

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:৩১

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা-ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে সাধারণ ছাত্র-জনতা ও এনসিপি সমর্থকরা। এতে ওই এলাকায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল হঠাৎ সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয়। তারা রাস্তায় বসে পড়ে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীদের মুখে তখন শোনা যায়- হই হই রইরই, আওয়ামী লীগ গেল কই’, ‘গোপালগঞ্জে হামলা কেন’, ‘প্রশাসন জবাব চাই’।

এসময় আন্দোলনকারীরা দাবি করেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার দলীয় নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড় এবং এর আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। অনেক পথচারী ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি হামলা ও ভাংচুর আওয়ামী লীগ

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর