Logo

রাজধানী

মোহাম্মদপুরে গুলি ও কুপিয়ে ২ যুবক খুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৩:৩৪

মোহাম্মদপুরে গুলি ও কুপিয়ে ২ যুবক খুন

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক ঘটনায় গুলি ও কুপিয়ে দুই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। 

প্রথম ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির বায়তুল মামুর জামে মসজিদের সামনে। পূর্ব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ডাকা এক সালিশ বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে ইব্রাহিম (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয়রা জানান, বৈঠকে অংশ নেওয়া রুবেল (৩৫) ও সজিব (৩২) তাদের সঙ্গে থাকা পিস্তল দিয়ে ইব্রাহিমকে গুলি করে পালানোর চেষ্টা করে। তবে এলাকাবাসী তাদের আটক করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল টিম ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করে।

অন্যদিকে, রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে পুলিশের সোর্স হিসেবে পরিচিত আল আমিন ওরফে ‘পাতা আল আমিন’কে (২৬) কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হত্যার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর