Logo

রাজধানী

র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার ৫

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:১০

র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার ৫

ছবি : সংগৃহীত

 রাজধানীর মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (র‌্যাব) সদস্য পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে সংঘবদ্ধ একটি ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তারর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-আব্দুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আব্দুল জলিল (৪০), মো. মতিউর রহমান ওরফে মতিন খাঁন ওরফে মতিন চোরা (৩৭) এবং পরেশ অধিকারী (৩৫)।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১১টা ১০ মিনিটের দিকে মতিঝিল থানাধীন বলাকা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন দুর্বৃত্ত মতিঝিল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর ডিবির একটি দল সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা গেলেও তাদের আরও ৪-৫ জন সহযোগী পালিয়ে যায়।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি কালো রঙের ‘র‍্যাব’ লেখা জ্যাকেট, একটি ওয়াকিটকি সেট ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

ডিবির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা সাধারণত ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলনকারী গ্রাহকদের টার্গেট করতেন। পরে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পথিমধ্যে ওই গ্রাহকদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর