সোহরাওয়ার্দী অভিমুখে বাসের বহর, যাত্রাবাড়ীতে তীব্র যানজট

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১০:৫৫
-687b25556a286.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ‘জাতীয় সমাবেশে’ যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীবহনকারী বাসের দীর্ঘ সারির কারণে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই যাত্রাবাড়ীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখা গেছে, মহাসড়কে চলাচলকারী অধিকাংশ বাসই জামায়াতের নেতাকর্মীদের বহন করছে। এসব বাসের বাম পাশের বডিতে লাগানো রয়েছে সমাবেশে অংশগ্রহণের ব্যানার। বাস ছাড়াও অসংখ্য মাইক্রোবাসেও নেতাকর্মীদের সমাবেশস্থলে যেতে দেখা গেছে।
সকাল ১০টার দিকে দেখা যায়, যানজটের প্রভাব কাজলা, শনির আখড়া, রায়েরবাগ ছাড়িয়ে চলে গেছে মাতুয়াইল মেডিকেলের আশপাশ পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জ, চিটাগাং রোড, সোনারগাঁ, মদনপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।
শনির আখড়া ও রায়েরবাগ বাসস্ট্যান্ডে দেখা গেছে, সব রুটের বিপুলসংখ্যক যাত্রী বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন। টিকিট কাউন্টারে কর্মরতরা জানান, অধিকাংশ বাস জামায়াতের সমাবেশে রিজার্ভ নেওয়া হয়েছে, ফলে চলাচলকারী বাসের সংখ্যা কমে গেছে।
জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে, দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এ সময় বক্তব্য রাখবেন জাতীয় নেতারা।
সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবি তুলে ধরবে জামায়াত।
- এনএমএম/এটিআর