Logo

রাজধানী

সমাবেশে বাড়ছে ভিড়, রমনা পার্কে জামায়াত কর্মীদের বিশ্রাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১২:২৪

সমাবেশে বাড়ছে ভিড়, রমনা পার্কে জামায়াত কর্মীদের বিশ্রাম

ছবি : সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার (১৯ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে জমায়েত বেড়েই চলেছে। উদ্যান পেরিয়ে আশপাশের সড়কজুড়েও নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ছে।

গরম ও ভিড় সামাল দিতে অনেক নেতাকর্মী আশ্রয় নিচ্ছেন উদ্যানসংলগ্ন রমনা পার্কে। সেখানে অনেককে বিশ্রাম নিতে, গল্প করতে কিংবা গরমে ক্লান্ত হয়ে শুয়ে থাকতে দেখা গেছে। ভ্যাপসা গরমে কাহিল নেতাকর্মীরা দুপুরের দিকে আবার সমাবেশস্থলে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।

রমনা পার্কে অবস্থান নেওয়া কুমিল্লা থেকে আসা জামায়াত কর্মী রবিউল হোসেন মিলন বলেন, ‘ভোর ৫টার দিকে ঢাকায় পৌঁছেছি। সকাল থেকে উদ্যানে ছিলাম। প্রচণ্ড গরমে দুর্বল হয়ে পড়েছি। তাই একটু বিশ্রাম নিতে পার্কে এসেছি। খাওয়া-দাওয়া সেরে আবার উদ্যানে ফিরে যাব।’

তিনি জানান, যাত্রীদের ভিড়ে বাসেই ঠিকভাবে ঘুমাতে পারেননি। তাই সকালে কিছুক্ষণ উদ্যানে থাকলেও গরম ও ক্লান্তির কারণে পার্কে চলে এসেছেন। তার মতো আরও অনেক নেতাকর্মীকেই রমনা পার্কে জড়ো হয়ে বিশ্রাম নিতে দেখা গেছে।

এদিকে, সমাবেশস্থলে ঢুকতে না পেরে অনেকেই আশপাশেই অবস্থান করছেন। হ্যান্ডমাইক ও মিছিল নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের হাতে ব্যানার, মাথায় ক্যাপ ও গলায় দলের পরিচয়পত্র ঝুলছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর