Logo

রাজধানী

জামায়াতের ‘জাতীয় সমাবেশ’

দূর থেকে আগতদের ভোগান্তি এড়ালেন ঢাকার নেতাকর্মীরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১২:৫২

দূর থেকে আগতদের ভোগান্তি এড়ালেন ঢাকার নেতাকর্মীরা

ছবি : প্রতিবেদক

দীর্ঘ দুই যুগ পর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জাতীয় সমাবেশ’ ঘিরে জনতার ঢল নেমেছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাত থেকেই দলটির বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিতে শুরু করেন।

রাতের আঁধারেই ঢাকার বাইরের হাজারো কর্মী ও সমর্থক সমাবেশস্থলের আশপাশে অবস্থান নেন। তারা কেউ এসেছেন ট্রাকে, কেউ বাসে আবার কেউ প্রাইভেট পরিবহণে। উদ্দেশ্য একটাই— দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় সমাবেশে অংশগ্রহণ।

জেলা পর্যায়ের নেতাকর্মীদের সুযোগ করে দিতে ঢাকা ও এর আশপাশের নেতাকর্মীরা সমাবেশস্থলের উদ্দেশে রওয়ানা দেন বেলা ১২টার পর। 

জানতে চাইলে দলটির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা জানান, দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, দূর-দুরান্ত থেকে আসা নেতাকর্মীদের যেন মাঠের ভেতরে অবস্থান নিতে কোনো সমস্যা না হয়, সে জন্য ঢাকার স্থানীয় নেতাকর্মীরা পরে যাবেন।

নেতাকর্মীরা বলেন, আমরা চাইনি ঢাকার আশপাশের লোকজন গিয়ে আগেই মাঠ দখল করে রাখুক। যারা শত শত কিলোমিটার পাড়ি দিয়ে এসেছে, তাদের কষ্ট যেন না হয়, সে জন্যই আমরা পরে যাচ্ছি। প্রয়োজনে হেঁটেই মিছিল করে যাব।

অনেকেই বলছেন, দীর্ঘদিন পর এভাবে নেতাকর্মীদের ঢল নেমেছে কোনো রাজনৈতিক দলের আয়োজনে। জামায়াতের এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে উৎসুক জনতারও ভিড় দেখা গেছে।

দলটির নেতারা বলছেন, এ সমাবেশ হচ্ছে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির অংশ।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কড়া নজরদারিতে রয়েছে পুরো এলাকা।

এনএমএম/এএ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর