Logo

রাজধানী

জামায়াত নেতাকর্মীদের সমাগম-পদচারণায় বন্ধ শাহবাগ মোড়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৩:৪০

জামায়াত নেতাকর্মীদের সমাগম-পদচারণায় বন্ধ শাহবাগ মোড়

ছবি : সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় মহাসমাবেশে’ অংশগ্রহণ করতে সারাদেশ থেকে এসেন নেতাকর্মীরা। দুপুর গড়াতে জনসমাগম ছাড়িয়ে যায় আশপাশের এলাকায়। ইতোমধ্যে দেশের নানা স্থান থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় শাহবাগ বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৯ জুলাই) সকাল থেকে নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয় উদ্যান। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, শাহবাগ মোড়, কাঁটাবন, রমনাপার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ আশপাশের এলাকায় নেতাকর্মীদের সরব উপস্থিতি। কিছুক্ষণ পর পর নেতাকর্মীরা স্লোগান আর মিছিল দিচ্ছেন। আবার কেউ বসে আছেন, কেউ নিচ্ছেন বিশ্রাম।

এ সময় জামায়াত নেতারা বলছেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হারিয়েছি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাক-স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা যতটুকু ভোগ করছি, তারই ধারাবাহিকতায় আমাদের জাতীয় সমাবেশ।

জানতে চাইলে নীলফামারী থেকে আসা সাইফুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক কর্মী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতন করা হয়েছে আমাদের। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এর থেকে মুক্তি পেয়েছি। আজ মুক্ত বাতাসে জামায়াতের মহাসমাবেশ হচ্ছে। 

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর