জামায়াতের ‘জাতীয় সমাবেশ’
অচল ঢাকার সড়ক ব্যবস্থা, হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:২৫

ছবি : সংগৃহীত
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ ঘিরে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকার সড়কব্যবস্থা।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা হাজারো নেতাকর্মীর ঢলে যান চলাচলে তৈরি হয়েছে ভয়াবহ স্থবিরতা।
যাত্রাবাড়ী, শনিরআখড়া, গুলিস্তান থেকে শাহবাগ পর্যন্ত—ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে দীর্ঘ যানজটে নাকাল সাধারণ যাত্রীরা।
বিশেষ করে যাত্রাবাড়ী এলাকায় সকাল থেকেই থেমে থেমে গাড়ি চলছিল। অনেকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে বাধ্য হয়ে নেমে পড়েছেন বাস থেকে।
এমতাবস্থায় সমাবেশগামী জামায়াতকর্মীরা বললেন, সমাবেশে পৌঁছাতে পারব কি না জানি না। এত ভিড় আর জ্যামে মনে হচ্ছে রাস্তাতেই সমাবেশ শুরু হয়ে যাবে।
এদিকে বিশাল এই কর্মসূচি ঢাকার স্বাভাবিক জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে জানিয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, যানজট আর ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ।
যদিও সমাবেশের আগেই সড়কে যানজট ভোগান্তির বিষয়ে দু:খ প্রকাশ করেছে। ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যানজট এড়ানো একেবারেই মুশকিল। তবুও চেষ্টা করা হচ্ছে।
এনএমএম/এএ