Logo

রাজধানী

শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:১৯

শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে সিয়াম সরকার (২২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) ভোররাতে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকা থেকে শ্যামপুর মডেল থানাপুলিশ তাকে গ্রেপ্তার করে। 

ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাত আনুমানিক ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে দেখা যায়, যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে দুইজন যুবক বাসে আগুন দেওয়ার চেষ্টা করছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও সিয়াম সরকারকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছেন, তিনি ও তার সঙ্গী রাফসান (পলাতক) বাসে অগ্নিসংযোগের মাধ্যমে এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনায় করছিলেন। ঘটনাটি নিয়ে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। সিয়ামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া পলাতক রাফসানকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

  • এনএমএম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ছাত্রলীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর