Logo

রাজধানী

রাজধানীর হাটখোলা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৪:৪৪

রাজধানীর হাটখোলা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেপ্তার

সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ ওরফে লিপুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) ভোর ৬টার দিকে রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে শ্যামপুর থানা পুলিশ। অভিযানে ওয়ারী থানা পুলিশও সহায়তা করে।

বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গ্রেপ্তার আবু আহম্মেদ ওরফে লিপুর বিরুদ্ধে শ্যামপুর ও ওয়ারী থানায় হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • এনএমএম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর