Logo

রাজধানী

ডিএমপি

গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর খবর সঠিক নয়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:১৪

গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর খবর সঠিক নয়

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর ঘটনার নামে পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে একটি কুচক্রী মহল-এমনটাই জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

শনিবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর নামে যে দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো পুরোনো এবং আজকের দিনের নয়। কারা এই ভিডিওগুলোকে বর্তমান সময়ের বলে প্রচার করছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিএমপি জানায়, শনিবার গুলিস্তান ও আজিমপুরে কোথাও কোনো ধরনের সহিংস বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুরোনো ভিডিও দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক তৈরি করতে চাইছে। তারা সামাজিক অস্থিরতা তৈরি করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

ডিএমপির সতর্ক বার্তারাজধানীবাসীকে এসব গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে ডিএমপি জানিয়েছে, যে কোনো সহিংসতা বা আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর