Logo

রাজধানী

মিরপুরে বাসায় ডাকাতি, সাবেক সেনা সদস্যসহ আটক ৪

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:৫৯

মিরপুরে বাসায় ডাকাতি, সাবেক সেনা সদস্যসহ আটক ৪

মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ও করপোরালসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপ ও মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই ফ্ল্যাটের মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর।

পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচজনের একটি দল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ওই বাসায় ঢুকে ডাকাতি করে। তারা বাসার মূল্যবান সামগ্রী ব্যাগে ভরে নিয়ে পালানোর চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দা হারুনুর রশীদ ঘটনাটি সন্দেহজনক মনে করে মোটরসাইকেলে তাদের ধাওয়া করেন এবং ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে মিরপুর ১২ নম্বরের এনডিসি চেকপোস্টে পৌঁছালে নিরাপত্তাকর্মীরা ডাকাত দলের গাড়ি থামিয়ে দেন। পরে পুলিশ এসে তাদের আটক করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের মধ্যে একজন সাবেক লেফটেন্যান্ট ইফতেখার ও আরেকজন করপোরাল মুকুল। জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।

পুলিশ আরও জানায়, করপোরাল মুকুল আগের দিন মিরপুর ১০ নম্বরে একটি চায়ের দোকানে হারুনুর রশীদের সঙ্গে পরিচিত হন। পরে একটি অস্ত্র উদ্ধারের কথা বলে তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় যান। তবে সেটি ছিল ডাকাতির ছক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, আটকদের পরিচয় যাচাই-বাছাই চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর