Logo

রাজধানী

গুলিস্তানে দ্বিতীয় দফায় সংঘর্ষ : আহত অন্তত ৪০, আটক ২

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৮:৩৬

গুলিস্তানে দ্বিতীয় দফায় সংঘর্ষ : আহত অন্তত ৪০, আটক ২

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর গুলিস্তানে শিক্ষার্থীদের একটি অংশের সঙ্গে পুলিশের দ্বিতীয় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকাজুড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, টিয়ারশেল এবং ৮ থেকে ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে অন্তত দুজনকে আটক করেছে পুলিশ।

এর আগে দুপুরে শিক্ষার্থীদের একটি অংশ সচিবালয় এলাকায় গিয়ে কিছু গাড়ি ভাঙচুর করে। পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে। পরে শিক্ষার্থীরা গুলিস্তানে অবস্থান নিলে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়।

আন্দোলনকারীদের দাবি, সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসতে বিলম্ব হয়েছে। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করছেন।


এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর