শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশে ভবনে অগ্নিকাণ্ড

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৮:৫৮
-687f8ae08e551.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুন লেগে থাকা ভবনের নাম বা ঠিকানা এখনও জানা যায়নি।
তিনি বলেন, আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য জানানো যাচ্ছে না। ঘটনাটি তদন্তাধীন।
এনএমএম/এমএইচএস