Logo

রাজধানী

গুলিস্তানে ককটেলসহ ছাত্রলীগের ২ সদস্য গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:০০

গুলিস্তানে ককটেলসহ ছাত্রলীগের ২ সদস্য গ্রেপ্তার

গুলিস্তানে ককটেলসহ ছাত্রলীগের ২ সদস্য গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে অবিস্ফোরিত দুটি ককটেলসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।

ডিএমপি সূত্র জানায়, মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে গুলিস্তান এলাকায় ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পল্টন থানার একটি দল।

এ সময় ওই দুই যুবক বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতিরত অবস্থায় হাতেনাতে ধরা পড়ে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অবিস্ফোরিত ককটেল।

পল্টন থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৫/৬ ধারায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

এনএমএম/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ছাত্রলীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর