Logo

রাজধানী

রাজধানীতে হেলে পড়ল বহুতল ভবন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৬:০৭

রাজধানীতে হেলে পড়ল বহুতল ভবন

ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। রোববার (২৭ জুলাই) ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকাধীন হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে অবস্থিত ভবনে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬তলা ভবনটি পাশের ৭তলা আরেকটি ভবন হেলে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।

ডেমরা থানা সূত্র জানিয়েছে, হেলে পড়া ভবনটিতে থাকা লোকজন নিরাপদ স্থানে আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর