বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোনের ছুটি বাড়ল শনিবার পর্যন্ত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯:৫২
-688780945d17d.jpg)
২১ জুলাই দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় দফায় ছুটি বাড়ানো হয়েছে। নতুন করে ছুটি বাড়িয়ে আগামী ২ আগস্ট, শনিবার পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) থেকে প্রতিষ্ঠানটির পাঠদান শুরুর কথা থাকলেও শিক্ষার্থীদের মানসিক চাপ ও পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।
তিনি বলেন, ‘আমাদের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস ২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।’
তিনি আরও জানান, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সবাই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আশা করছি, দ্রুতই আমরা পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রমে ফিরতে পারব।’
প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলটসহ একাধিক হতাহতের ঘটনা ঘটে। এরপর প্রথম দফায় ৩ দিন এবং দ্বিতীয় দফায় আরও তিন দিন ছুটি ঘোষণা করা হয়। আজ তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে আগামী শনিবার পর্যন্ত পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এসআইবি/এমএইচএস