চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:৪০
-(83)-6888a51996ba0.jpg)
গ্রেপ্তার মো. সাগর (৩৬)। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সংঘটিত আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. সাগর (৩৬)।
ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ৯ জুলাই ২০২৫, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত সোহাগকে এলোপাতাড়ি আঘাত ও কুপিয়ে হত্যা করে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের বড় বোন ওই রাতে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় এখন পর্যন্ত ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
- এনএমএম/এমআই