Logo

রাজধানী

ফার্মগেটে মেট্রোরেলের পিলারে বিআরটিসি বাসের ধাক্কা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৭:৩৮

ফার্মগেটে মেট্রোরেলের পিলারে বিআরটিসি বাসের ধাক্কা

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে  বিআরটিসি বাস মেট্রোরেলের একটি পিলারে ধাক্কা দেয়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে তেজগাঁও থেকে আসা বিআরটিসির একটি গণপরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফার্মগেট মোড়ে মেট্রোরেলের একটি পিলারে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রী ছিল এবং ধাক্কার পর বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর