Logo

রাজধানী

ডিএমপির এসআইদের পেশাদারিত্ব ও স্বচ্ছতার আহ্বান কমিশনারের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৮:১৪

আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১৮:৩৩

ডিএমপির এসআইদের পেশাদারিত্ব ও স্বচ্ছতার আহ্বান কমিশনারের

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগরীতে পুলিশের সেবা কার্যক্রম আরও পেশাদার, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) এবং প্রবেশনার সাব-ইন্সপেক্টরদের (পিএসআই) জন্য বিশেষ ব্রিফিং সেশনের আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ব্রিফিংয়ে তিনি এসআইদের উদ্দেশে বলেন, ‘আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। নাগরিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে আপনারাই মুখ্য ভূমিকা পালন করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি এবং জনগণের আস্থা অনেকাংশেই নির্ভর করে আপনাদের কার্যক্রমের ওপর।’

জুলাই আন্দোলনে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কমিশনার আরও বলেন, ‘তদন্ত প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। চার্জশিট দেওয়ার পর আদালতে সাজার হার কম-এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। সাজার হার বাড়াতে হলে তদন্তের মান ও পদ্ধতিগত গভীরতায় উন্নয়ন আনতে হবে। প্রয়োজনে সিনিয়রদের পরামর্শ নিন।’

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ বলেন, ‘আপনাদের নিয়োগ হয়েছে স্বচ্ছতার মাধ্যমে। তাই কর্মক্ষেত্রেও আপনাদের প্রতিটি কাজে স্বচ্ছতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। নিজের আয় দিয়ে সংসার চালান এবং অন্যের অনিয়ম দেখে নিরুৎসাহিত হবেন না। আপনি যদি পেশাদার হন, সেটাই হবে পুলিশের সম্মান ও আস্থার ভিত্তি।’

প্রথম ধাপে ৪৫০ জন এসআই এই ব্রিফিংয়ে অংশ নেন। পর্যায়ক্রমে ডিএমপির আওতাধীন ২,৩৪৪ জন এসআই ও পিএসআইদের জন্য এই ধরনের ব্রিফিং সেশন পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর