Logo

রাজধানী

ঢাকায় নেমেই ছিনতাইয়ের শিকার, ডিবি পরিচয়ে সর্বস্ব লুট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১১:২২

ঢাকায় নেমেই ছিনতাইয়ের শিকার, ডিবি পরিচয়ে সর্বস্ব লুট

প্রতীকী ছবি

লন্ডন থেকে দেশে ফিরেই ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছে এক প্রবাসী পরিবার। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে বনানী কবরস্থানের কাছে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ছিনতাইকারীরা তাদের সর্বস্ব লুটে নেয়। নিরাপত্তাজনিত কারণে ভুক্তভোগী পরিবারটি তাদের পরিচয় প্রকাশ করতে চায়নি। 

জানা গেছে, ভুক্তভোগীরা বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে বাসায় ফিরছিলেন। এ সময় বনানী কবরস্থানের কাছে পৌঁছালে পুলিশের মতো সিগন্যাল লাইট দেখিয়ে একটি গাড়ি তাদের গতিরোধ করে। এরপর গাড়ি থেকে নেমে আসা ছয়-সাতজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি তাদের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার, দুটি আইফোন, নগদ টাকা ও কিছু বিদেশি মুদ্রা লুট করে পালিয়ে যায়।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, ছিনতাইকারীরা সম্ভবত বিমানবন্দর থেকেই পরিবারটিকে অনুসরণ করছিল। তিনি বলেন, ঘটনার সময় গাড়ি থামিয়ে ছিনতাইকারীরা নিজেদের ডিবি পরিচয়ে হানা দেয় এবং দ্রুত জিনিসপত্র লুটে নেয়। একজন সদস্যকে কিছুটা মারধরও করা হয়েছে, তবে গুরুতর আহত হননি কেউ।

ঘটনার পর থেকে পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে। এক সদস্য বলেন, দেশে ফিরেই এমন অভিজ্ঞতা, এখন মনে হচ্ছে আমরা কোথাও নিরাপদ নই।

এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছিনতাই শাহজালাল বিমানবন্দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর